(School360) রেজাল্ট করার সময় কিছু প্রয়োজনীয় নির্দেশনা ।

 


ক্র:নং যে ধরনের সমস্যা হতে পারে করণীয়
০১ রেজাল্ট প্রসেস দেয়ার পর কোন স্টুডেন্ট এর মার্ক পরিবর্তন করার প্রয়োজন হলে যা করতে হবে ১. প্রথমে মার্ক পরিবর্তন করে মার্ক আপডেট করতে হবে।
২. তারপর রেজাল্ট আপডেট করতে হবে।
৩. মেরিট পজিশন প্রসেস দিতে হবে।
০২ রেজাল্ট প্রসেস বা মার্ক শিট বের হবার পর কনফিগার চেঞ্জ হলে কি কি করতে হবে? ১. কনফিগাার চেন্জ অনুযায়ী মার্ক আপডেট করতে হবে।
২. রেজাল্ট আপডেট করতে হবে।
৩. মেরিট পজিশন প্রসেস দিতে হবে
০৩ যদি কোন কারনে রেজাল্ট সম্পন্ন করার পর ও মার্ক পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে কি করতে হবে? অবশ্যই মার্ক প্রসেস করতে হবে , রেজাল্ট আপডেট করতে হবে এবং মেরিট পজিশন করতে হবে।
০৪ গ্রেড অনুযায়ী মেধা তালিকা দেখার জন্য কি করতে হবে ? Configuration > General Settings> General Config থেকে How to generate position? > GPA রাখতে হবে।
০৫ মার্কশীটে অ্যাটেনডেন্স দেখাতে হলে কি কি করতে হবে ? ১. School360-এ অবশ্যই অ্যাটেনডেন্স নেয়া থাকতে হবে।
২. Date Configure থাকতে হবে।
৩. অ্যাটেনডেন্স Process করে দিতে হবে।
০৬ Mark Input করতে গেলে Student's খুঁজে পাওয়া যায় না কি কি কারনে ? "১. সিলেক্টকৃত Group-এ Students না থাকলে।
২. Mark Configure না করলে।
৩. Configure চেন্জ করার পর Quick Subject Assign না করলে।"
০৭ মার্কশীটে WaterMark না দেখলে কি কি চেক করতে হবে ? ১. Marksheet Design থেকে Show Watermark ? - ""Yes"" করা আছে কিনা
২. প্রতিষ্ঠান লোগোর Size বা Resolution বেশি হয়েছে কিনা।
০৮ রেজাল্ট এস এম এস ক্লাস অনুযায়ী কিভাবে পাঠাবো? SMS এ যেয়ে Result Notify এ যেয়ে ক্লাস/ সেকশন অনুযায়ী রেজাল্ট এস এম এস পাঠানো যাবে ।
০৯ Merit Position Process ফেইল দেখাচ্ছে কেন ? উক্ত Section বা Class -এ যদি সকল Student ফেইল করে
১০ স্টুডেন্ট দের Progress Report এ Fail দেখায় কী কী কারনে? ১. এক Group এর Student কে অন্য Group এর সাবজেক্ট এ মার্ক ইনপুট করে রাখলে।
২. মার্ক আপডেট করার পর Result Update না করলে
১১ প্রগ্রেস রিপোর্ট ডাউনলোড হয়না কেন? ১. Download করার সময় রোল রেঞ্জ ঠিক ভাবে না দিলে।
২. মেরিট প্রসেস না করলে।
৩. মার্ক কনফিগার এবং স্টুডেন্ট এর Group একইরকম না হলে.
১২ মার্ক ইনপুট এক্সেল ফাইল আপলোড হয় না কেন? মার্ক ইনপুট এক্সেল ফাইল এবং মার্ক কনফিগার একইরকম না হলে।
১৩ মার্ক ইনপুট Blank Sheet Download হয় না কেন? মার্ক কনফিগার না করা থাকলে ।
১৪ প্রোগ্রেস রিপোর্ট ভেঙ্গে ভেঙ্গে আসে কেন? একই সেকশন এ একের অধিক স্টুডেন্ট এর রোল নাম্বার Same থাকলে ।
১৫ Mark Input থাকা সত্ত্বেও Marksheet-এ কিছু Subject দেখাচ্ছে না কেন ? কারন Subject Meargeable না, কিন্তু তারপরেও Marge সিরিয়াল দেয়া হয়।
১৬ Exam Attendance Blanksheet ডাউনলোড হচ্ছে না কেন ? Exam Routine তৈরী করা হয় নি।
১৭ Mark Input করতে গেলে "Search" বাটনে প্রেস করলে "Failed" দেখায় কেন ? Mark Configure না করা হলে।
১৮ Website - এ রেজাল্ট দেখায় না কি কারণে ? Result/ Setting / Exam "Result Publish Date" সেট না থাকলে।
১৯ Mark Delete অপশন খুঁজে পাওয়া যায় না কখন ? User Role "Admin" করা না থাকলে।
২০ Marksheet -এ Grade না দেখানোর কারণ কি ? Grade নেয়া না হলে।
২১ কোন কোন সাবজেক্টে Mark Input হয়েছে বা হয় নি তা দেখবো কোন অপসন থেকে ? Report >Result> Unassigned marks(Select > Exam Name = Search)


Pages