User Guide of Exam (School360)

 


ক্র:নং করনীয় বিষয় সমুহ School360 এর যে অপশন থেকে করা যাবে
০১ খাতা দেখার পর নম্বরপত্র তৈরি করার ফরম্যাট (ডাউনলোড করতে হবে) Report >Result>Marking Blank Sheet প্রয়োজন অনুসারে তথ্য দিয়ে View Report, Download, Print করতে পারবে।
০২ সাব্জেক্টের নাম্বার ইনপুট করতে হলে
Result >Process, Mark input (Year, Exam Name,Class / Shift / Section, Group & Subject > Search) নাম্বার ইনপুট শেষে Save.

(Excel File এর মাধ্যমেও মার্ক ইনপুট করা যায়)
০৩ মার্ক ইনপুট দেয়ার পর মার্ক পরিবর্তন করতে Result >Process, Mark input এই অপশন থেকে মার্ক ইনপুট দেয়া বা মার্ক পরিবর্তন/ আপডেট করা যায়।
০৪ কোন কোন সাবজেক্টের মার্ক ইনপুট করা হয়েছে বা বাকি আছে তা দেখতে হলে Report >Result> Unassigned marks (Select > Exam Name = Search)
০৫ সকল বিষয়ের মার্ক ইনপুট দেয়ার পর যা করতে হবে
Result > Process, Result Process (Exam ,Class / Shift / Section,Group ) সিলেক্ট করে রেজাল্ট প্রসেস দিতে হবে । তারপর নিচে ডাটা গুলো চলে আসবে তারপর Seve দিতে হবে।

উপরের কাজ সম্পন্ন হলেই অটোমেটিক মার্কশিট, টেবুলেশন শিট, মেরিট লিস্ট, গ্রেডিং রিপোর্ট, রেজাল্ট সামারি সহ প্রয়োজনীয় রিপোর্ট তৈরি হয়ে যাবে। 
 

Pages